নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা প্রার্দুভাবে কর্মহীণ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বন্ধ রয়েছে অনেক প্রতিষ্ঠান। নেই অনেকেরই উপার্জনের ব্যবস্থা। এতে বাড়ি ভাড়া দিতে হিমশিম খাচ্ছে অনেক ভাড়াটিয়া। এমন পরিস্থিতিতে ভাড়াটিয়াদের সহযোগীতায় এগিয়ে এসেছেন রাতুল মটরস এর সত্ত্বাধিকারী শেখ মো.ফারুক।
জানা গেছে, ভোলাইল এলাকার ১৯টা বাসার ভাড়া মওকুফ করেছেন শেখ মো.ফারুক। যা থেকে একমাসে ভাড়া থেকে আয় হতো ৫৭ হাজার টাকা। ওই বাসার ভাড়াটিয়ারা সকলেই নিম্নবিত্ত। তাদের কেউ দিনমজুর, কেউ গার্মেন্টের পোশাক শ্রমিক, কেউবা অটো রিকশা (ব্যাটারী চালিত ইজিবাইক) চালিয়ে জীবীকা নির্বাহ করে আসছে।
বাড়ি ভাড়া মওকুফের বিষয়ে কথা হলে শেখ মো. ফারুক জানায়, আমি মানবিক দিক বিবেচনা করে এ মাসে ভাড়া নিবো না বলে ঘোষনা দিয়েছি। প্রকৃতপক্ষে আমারও ব্যবসায় র্অথনৈতিক অবস্থা অনেকটা মন্দা। তাই আমি অন্যদের অবস্থাটাও উপলব্দি করতে পারি। এই করোনা পরিস্থিতিতে আমার ভাড়াটিয়াদের অনেকেই কর্মহীণ ছিল। এ সংকটকালে ভাড়াটিয়াদের জন্য বাড়ি ভাড়া দেয়া অনেকটা কষ্টকর। তাছাড়া ঈদ চলে এসেছে, এমন সময় তারা ঈদের জন্য বাজার বা ঘরে খাওয়ার মত কিছু না কিনে, হয়তো আমার হাতে ভাড়ার টাকা টা তুলে দিলে তারা আরো ক্ষতিগ্রস্থ হবে। ওই বিবেচনাবোধ থেকেই এপ্রিল মাসের ভাড়া টা মওকুফ করে দিয়েছি। এ মাসে ভাড়া নিবো না, যেন তারা স্বাচ্ছন্দে পরিজন নিয়ে ঈদ কাটাতে পারে।
প্রসঙ্গত, এরআগে ৭৫০জন দু:স্থ পরিবারের মাঝে খাদ্য উপহার দিয়েছেন শেখ মো. ফারুক। পাশাপশি আরো তিনটা ত্রাণ তহবিলে প্রায় ১০০০ কেজি চাল দেন তিনি। এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন ১৫০জন দু:স্থ্ মানুষের জন্য খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, নারায়ণগঞ্জে অন্যতম মোটর সাইকেল শোরুম হিসেবে পরিচিত রাতুল মোটরস। শহরের মাসদাইর গোরস্থান সংলগ্ন রাতুল মটরস এর শোরুমটি অবস্থিত এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্নসময় অসহায়দের পাশে দাড়িয়ে থাকেন এ মানবিক ব্যবসায়ী শেখ মো. ফারুক।