নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : জাতীয় পার্টির মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবী করে বলেছেন দায়িত্ব থাকাকালিন সময়ে দেশের ব্যাংকিং সেক্টরে বিশাল পুকুর চুরি হওয়ার পর সে নীজেই যখন দোষ ও ব্যার্থতার কথা স্বীকার করেছেন তখন সে ব্যার্থতার দায়ে তার পদত্যাগ করা উচিত ছিলো।
১ জুলাই শুক্রবার জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টির মহাসচিব দায়িত্ব গ্রহনের পর জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় তিনি বলেন সব কলুষতা ও হীনমন্যতা থেকে মানুষ যেন আদর্শবাদী ও সিয়াম সাধনার মাধ্যমে মানুষ সেই শুদ্ধতার শীর্ষে পৌঁছতে পারে । মাহে রমজানে চিন্তায় ও কর্মে আমারা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করি।
তিনি আরো বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে একটা মহল আঙ্গুল ফুলে কলাগাছ হবে, আর দেশের মানুষ পথের ফকির হয়ে যাবে, তা হতে পার না।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান মিরু। অন্যন্য মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহম্মুদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য দপ্তর মাহাবুবুর রহমান কামাল, কেন্দ্রীয় সদস্য নূরুজাম্মান, নগর সদস্য সচিব মো:আজিজুল হুদা চৌধুরী সুমন, জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দ্বীন ইসলাম, প্রমুখ ও জাতীয় পার্টি মহানগর থানার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।