নিজস্ব প্রতিবেদক : এমপি শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের সুস্থতা কামনায় করেছেন ফতুল্লা থানা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানে। গতকাল বৃহত্তর পশ্চিম মাসদাইর এলাকাবাসির পক্ষ থেকে তিনি দোয়া কামনা করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, অয়ন ওসমান বিভিন্ন সময় সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে তরুণদের আইকন হিসেবে পরিচিতি লাভ করেছে । তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলে আবারো মানুষের পাশে এসে দাড়াঁতে পাড়বে। আমরা তার সুস্থতা কামনা করছি।
উল্লেখ্য, অয়ন ওসমান একটি অপারেশন শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। তারঁ দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। ইতমধ্যে সকলের ভালবাসা ও স্নেহ পেয়ে তিনি সকলর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।