নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। অকাল প্রয়াত এই নায়কের চলে যাবার আজ ২২ বছর। সালমান শাহ। বাংলা ছবির ক্ষণজন্মা এক নায়ক। অভিনয় জগতে এসে পেয়েছেন খ্যাতি, সুনাম আর কোটি ভক্তের হৃদয়। যা বাংলা সিনেমায় আজও ইতিহাস। নিজের অভিনয় দক্ষতা পোশাকে নতুনত্ব আর আধুনিকতার ছোঁয়ায় হয়েছেন স্বপ্নের নায়ক। পৌঁছেছেন সবার অন্তরে অন্তরে।
সালমানের মৃত্যু নিয়ে গেলো ২২ বছরে জল ঘোলা হয়নি কম। তার মৃত্যুর পর সেসময় একটি অপমৃত্যুর মামলা করে তার বাবা। পরের বছর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার আবেদনও জানান তিনি। প্রথম বছরে সিআইডি, এরপর ১২ বছর বিচারবিভাগীয় তদন্ত শেষে র্যাবের হাত ঘুরে মামলার দায়িত্ব যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন –পিবিআইর কাছে। এতেও, এটি হত্যা নাকি আত্মহত্যা তার উত্তর পাওয়া যায়নি। যদিও সালমানের পরিবারের দাবি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে সালমান শাহকে।
পিবিআই জানিয়েছেন ৩-৪ জনের সাক্ষ্য নেয়া হলেই এ বছরের মধ্যেই আদালতে দেয়া হতে পারে তাদের করা তদন্তের প্রতিবেদন।
পিবিআই এর ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, সালমান শাহর মা নীলা চৌধুরীকে আমরা অনুরোধ করেছি তার সন্দেহগুলো জানাতে। তার সন্দেহের বিষয়গুলো আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি, বাকিগুলোও করছি। এই প্রেক্ষিতে আমরা ২২-২৩ জনের সাক্ষ্য নিয়েছি। মৌখিক সাক্ষ্যগুলো সাজানোর পরে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব।
সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবীও আশা করছেন, এ মামলায় তারা যেসব প্রমাণাদি আদালতে দিয়েছেন তাতে প্রতিবেদন তাদের পক্ষেই আসবে।
সালমান শাহর মায়ের আইনজীবী ফারুক আহমেদ বলেন, এ মামলায় যেসব সাক্ষ্য, প্রমাণ, আলামত আমাদের কাছে ছিল সেগুলো আমরা দিয়েছি। আমরা আশা করছি পিবিআই এ বছরের মধ্যেই প্রতিবেদন দাখিল করতে পারবে এবং আসামিদের আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারব।
দুই যুগ আগে চলচ্চিত্রের আকাশে দ্যুতি ছড়িয়ে উজ্জ্বল করেছিলো যে নক্ষত্র, তা হয়তো অন্ধকারে ঢেকে গেছে। এরপরও মানুষের হৃদয়ে এই মহানায়ক থাকবেন কেয়ামত পর্যন্ত।