নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, আসন্ন নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। একসময় আমাদের সরকারকে অনেকেই অবৈধ সরকার বলে বিভিন্ন মন্তব্য করেছিলো। অথচ আজ তারাই নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন নিতে উঠেপড়ে লেগেছে। ১১নভেম্বর রবিবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমাদেরকে সর্তক থেকে কাজ করতে হবে এবং নৌকার বিজয়কে ত্বরান্বিত করতে হবে। লড়াইটা এত সহজ না, মাঠের পাশাপাশি আমাদের ভোটের লড়াইও লড়তে হবে। এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যারা এতদিন অবৈধ সরকার ঘোষণা দিয়ে আসছে তারাই এখন আমাদের ক্ষমতায় রাখতে চায়। এর মানে হচ্ছে তারা অন্য কোন ষড়যন্ত্র করছে। আমাদের এখন একটা কাজই করতে হবে তা হচ্ছে জনগনের কাছে দ্বারস্থ হওয়া। আপনাদের আচরণ যদি ভাল থাকে তাহলে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে।
শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো. রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, যুবলীগ নেতা এহসানুল হক নিপু, ১১ নং ওর্য়াডের যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, ১৩ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, নারায়ণগঞ্জ মহানগর হকার্সলীগের সভাপতি রহিম মুন্সি মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, মো: জুয়েল হোসেন ও প্রমুখ।