নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : ভুমিদস্যু ও শীর্ষ মাদক ব্যবসায়ী শাহজাহান সরকারী সম্পত্তি দখল করে স্থায়ীভাবে ৩ তলা আবাসিক বিল্ডিং নির্মাণ করে বসবাস এবং দোকান ঘর অবৈধভাবে ভাড়া দেওয়ায় উচ্ছেদ এর জন্য জনস্বার্থে পাঠানটুলী ও হাজীগঞ্জ এলাকাবাসীর পক্ষে এক ব্যাক্তি ২৬ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে। সংশ্লিষ্ট অনুলিপি নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
লিখিত অভিযোগে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী ও ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকায় মৃত আজিজুর রহমানের কু-খ্যাত ছেলে মোঃ শাহজাহান (৪২) দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে হাজীগঞ্জ মৌজায় সিএস খতিয়ান ১৬নং এসএ খতিয়ান ২৬নং ও আর এস খতিয়ান আরএস ২নং সিটে যার এসএ দাগ ১০৭, আরএস দাগ ২৭৮ মোট জমির পরিমাণ ২৬ শতাংশ সম্পত্তি পেশি শক্তি ব্যবহার করে জবর দখল করে। এর কাতে উত্তর অংশে ১৩ শতাংশ জায়গা সরকারী ও সড়ক জনপথ নামে এবং দক্ষিণ অংশে ১৩ শতাংশ জায়গা জব্বর মিয়া গং এর নামে রেকডিয় মালিক। সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী শাহজাহান উত্তরের অংশে ১৩ শতাংশ জায়গায় সরকারী সড়ক ও জনপথে সম্পত্তির উপর ফাউন্ডেশন দিয়া ৩ তলা বিল্ডিং নির্মাণ করে বসবাস করে আসিতেছে। এছাড়া মেইন রাস্তার পাশে কয়েকটি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে। উপরোক্ত সম্পত্তিতে শাহজাহান এর বাড়ি ও অফিস করায় এখানে প্রতিদিনই বিভিন্ন এলাকার বহিরাগত ও চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা লক্ষ করা যায়। প্রতি রাতে অশ্লিল নারীদের নিত্ত ও জুয়ার আসর বসে, এলকার সচেতন মানুষ এ ব্যাপারে প্রকাশ্যেই কিছু বলতে পারছে না। কারণ শাহজাহান এলাকার চিহ্নিত ভুমিদস্যু ও বিভিন্ন মামলার আসামী। তার কোন রাজনৈতিক পরিচয় না থাকলেও এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে। বর্তমানে এলাকায় তারই কারণে মাদক ও অপরাধীদের অভায়রণ্য হিসেবে পরিণত হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে ভূমিদস্যু শাহজাহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও অবৈধভাবে দখলকরা সম্পত্তি থেকে বিল্ডিং ও দোকান, ঘর উচ্ছেদ করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসকের আশু হস্থক্ষেপ কামনা করা হয়েছে। সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলি সড়ক ও জনপথ নারায়ণগঞ্জকে অনুরোধ জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।