অবসরপ্রাপ্ত গ্রামীন ব্যাংক কর্মকর্তা কর্মচারী পরিবারের দাবী আদায় সমাবেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ অবসরপ্রাপ্ত গ্রামীন ব্যাংক কর্মকর্তা কর্মচারী পরিবার কল্যান সমীতি কর্তৃক নারায়নগঞ্জ অঞ্চলে অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন গ্রামীনব্যাংক কর্তৃপক্ষকে কার্যকর করার দাবীতে রূপগঞ্জে আলোচনা সভা ও আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীনব্যাংকের সাবেক এরিয়া ম্যানেজার সামসুল আরেফিন, তিনি বলেন, গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা মো: ইউনূস বলেছেন, সরকারী কর্মকর্তাদের যদি ১০০ টাকা দেয়া হয় আমি আপনাদের কেন ৯৯ টাকা দেব। তিনি আরো বলেন,ড. মো. ইউনূসের সময় কিছু চাইলে আদায়করা যেত। কিন্তু বর্তমান পরিচালনা পর্ষদের কাছ থেকে তা পাওয়া যায়না। কর্মচারীদের ন্যায্য হকই আদায় হয়না।

অবসর প্রাপ্ত গ্রামীন ব্যাংক কর্মকর্তা কর্মচারী পরিবার কল্যান পরিষদের আহ্ববায়ক আমিনুল ইসলাম বলেন ড. মো. ইউনূস শুধু একাই নোবেল পরুস্কার পাননি যৌথ ভাবে নেবেল কমিটি নোবেল দিয়েছে এক গ্রামীন ব্যাংক এবং ড. মো. ইউনূসকে। আর এটি কোন ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ও নয় এটি একটি সরকারী প্রতিষ্ঠান। তিনি যুক্তি তুলে ধরে বলেন, ১৯৮৩ সালে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে বলা ১৫২ ধারায় বলা আছে গ্রামীন ব্যাংক সরকারী অর্ডিন্যান্সএর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় । যার শেয়ারের অংশ সরকার ২৫% এবং মালীক পক্ষ ৭৫%। গ্রামীনব্যাংক ১ জন চেয়ারম্যান ৩ জন পরিচালক এবং ৯ জন সদস্য বিশিষ্ট সরকারী মালিকানাধীন যৌর্থ চুক্তির একটি প্রতিষ্ঠান। জনাব মো. হায়দার আলী ডিজিএম অবসর গ্রামীনব্যাংক, তিনি বলেন, ড. মো. ইউনূস একা গ্রামীনব্যাংক প্রতিষ্ঠা করেনি বরং আমরা যারা প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছি আমরাও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার দাবীদার।

বক্তাদের সকলেরদাবী সরকারের অর্থ মন্ত্রনালয় কর্তৃকজারীকৃত অবসরকালীন কর্মকর্তাদের দুই ঈদের বোনাস ও বৈশাখী বোনাসের দাবীতে এ সভা অনুষ্ঠিত হয়,এবং নারায়ণগঞ্জে পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা দেয়া হয়। তাদের ন্যয্য দাবী আদায়ের লক্ষ্যে উক্ত কমিটির ঘোষনা দেয়া হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন সাবেক গ্রামীন ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার মো. মাহফুজুর রহমান খান ও সাধারন সম্পাদক নির্বাচিত হন মো. আব্দুর রহমান। দাবী আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয় বক্তরা।

add-content

আরও খবর

পঠিত