অবশেষে খুলেছে টোটাল ফ্যাশন গার্মেন্টস, শ্রমিকদের ফুল দিয়ে বরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ৭ দিন বন্ধ থাকার পর বুধবার খুলেছে শতভাগ রপ্তানিমুখী একটি গার্মেন্ট। গার্মেন্টটি চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মালিক ও শ্রমিকরা। এ সময় শ্রমিকদের মিষ্টি মুখ করিয়ে এবং ফুল দিয়ে বরণ করে নেন টোটাল ফ্যাশন গার্মেন্ট কর্তৃপক্ষ।

ঈদের ছুটি শেষে কারখানা চালুর প্রথম দিনে গত বৃহস্পতিবার ভুল বুঝাবুঝির কারণে শ্রমিকদের মধ্যে ব্যাপক বিশৃংখলা দেখা দেয়। ঈদের আগে অব্যহতি পাওয়া কিছু শ্রমিক গুজব ছড়িয়ে শ্রমিকদের উত্তেজিত করে গার্মেন্টে হামলা ও ভাংচুর চালায়। তাদের হামলায় আহন হন গার্মেন্টের ম্যানেজারসহ ১০ কর্মকর্তা। নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও বিকেএমইএর নির্দেশে গার্মেন্টটি বন্ধ ঘোষণা করা হয়।

এরপর গত রবিবার সেলিম ওসমানের মধ্যস্থতায় মালিক শ্রমিকদের সাথে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গার্মেন্টের অচলাবস্থার অবসান হয়। ৭ দিন বন্ধ থাকার পর  বুধবার খুলেছে শতভাগ রপ্তানিমুখী গার্মেন্ট টোটাল ফ্যাশন। এতে  স্বস্তি ফিরেছে মালিক ও শ্রমিকদের মাঝে। এ দিন কাজে ফিরেছেন গার্মেন্টের এক হাজার ৩ শত শ্রমিক। এ সময় কারখানা কর্তৃপক্ষ ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে শ্রমিকদের ফুল দিয়ে বরণ করে নেন। মালিক পক্ষের ফুলেল শুভেচ্ছা পেয়ে দারুন খুশি শ্রমিকরা। পরে মিলাদ মাহফিল শেষে শ্রমিকদের মাঝে তবারক বিতরণ করা হয়। ব্যবসায়ী নেতা সেলিম ওসমান এমপির সময়োপযোগী পদক্ষেপ ও মালিক পক্ষের ক্ষমা এবং উদারতায়  মালিক শ্রমিকের মধ্যে সম্পর্কের  যে টানাপোড়েন চলছিল তা ঘুচে গিয়ে সেখানে এখন আনন্দ উৎসব মুখর শান্তিময় পরিবেশ বিরাজ করছে।

এ ব্যাপারে টোটাল ফ্যাশন গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক, হাসিবউদ্দিন মিয়া বলেন, শ্রমিকরা আমার সন্তান তুল্য, ছেলে মেয়েগুলো আমার। তারা সবাই ভালো। দেনা পাওনার কোন ঘটনা নয়, মুষ্টিমেয় কিছু লোকজন উল্টাসিধে বুঝিয়ে একটি অনাকাংখিত ঘটনার অবতারনা করেছে। আজকে আনন্দ নিয়ে স্বত:স্ফুর্তভাবে শ্রমিকরা কাজে যোগদান করেছেন। এ জন্য আমরা আনন্দিত। সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান এখানে এসে বিষয়টি সুরাহা করেছেন। তার কারণে দ্রুততম সময়ের মধ্যে কারখানাটি চালু করা সম্ভব হয়েছে। টোটাল ফ্যাশনের ম্যানেজার অ্যাডমিন কবিরুল ইসলাম, শিল্প পুলিশের পরিদর্শক ইফতেখারুল ইসলাম, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, কামতাল ফাড়ি ইনচার্জ সুজন এ সময় উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত