অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : বাংলাদেশ “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শ্লোগান নিয়ে সোনারগাঁয়ে সপ্তাহব্যাপী নানা আয়োজনের দ্বিতীয় দিনে সাফল্য উদযাপন ও সেবা সপ্তাহ উদ্বোধন  হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা চত্বরে বাংলাদেশ নিম্ন-আয়ের দেশ হতে নিম্ন-মধ্যম আয়ে উত্তরণের সাফল্য উদযাপনকালে আনন্দ মিছিল , আলোচনা সভা , সেবা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা। ঐতিহাসিক এ অর্জনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় আয়ের কাঙ্খিত বৃদ্ধি এবং স্বাস্থ্য ও শিক্ষাসহ সামাজিক খাতগুলোর ব্যাপক উন্নয়ন তাদের সিদ্ধান্ত নিতে সহজ করেছে।’

সভাপতির বক্তব্যে শাহীনুর ইসলাম বলেন ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশ মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক স্থিতিশীলতা- এই তিন সূচকের সব ধাপ সফলভাবে অতিক্রম করেছে। এজন্য স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বি.এম রুহুল আমিন রিমন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা শিক্ষা অফিসার আ.ফ.ম জাহিদ ইকবাল, উপজেলা প্রকৌশলী আলী হায়দার খান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আশেক পারভেজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, মোগরাপারা ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত