নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরীর অপরাধের দায়ে আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ৯ই আগস্ট সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে জেলার সদর উপজেলার ফতুল্লা বাজার এলাকায় অবস্থিত আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার নামে ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।
জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক তত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজার এলাকায় অবস্থিত আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার নামে এক প্রতিষ্ঠানে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরীর অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন, অভিযানকালে ফতুল্লা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য এ সময় ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।