অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, পাইকপাড়ায় লিয়ন বেকারীকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে ১টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অপরিস্কার অপরিচ্ছন্ন ও পরিবেশে খাদ্য উৎপাদন এবং পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার অপরাধের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ৬ই জুন রবিবার দুপুরে শহরের শাহ সুজা রোডের পাইকপাড়া এলাকায় অবস্থিত লিয়ন বেকারী নামক ওই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে জেলা স্যানেটারী ইন্সপেক্টার, ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতা বলে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় আবস্থিত এলাকায় অবস্থিত লিয়ন বেকারীকে অপরিস্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা এবং ৪৩ ধারায় ৫ হাজার টাকা সহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

add-content

আরও খবর

পঠিত