নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর বাইতুল মামুর জামে মসজিদ এলাকার অপরাধ প্রবণতা কমানো সহ পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া ও এলাকার সকল কিছু দেখা শুনার দায়িত্ব নিয়ে নিরিবিলি মডেল সোসাইটি নামের একটি কমিটির আত্ম প্রকাশ করেছে।
এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন এড. এনামুল হক খোকন ও আলহাজ্ব মো: মোক্তার হোসেন দেওয়ান। এছাড়াও কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: বদরুল আলম চুন্নু, সহ-সভাপতি পদে যারা আছেন তারা হলেন : আফজাল দেওয়ান, আলহাজ্ব শাহাদাত হোসেন, আব্দুল মালেক মহাজন, আলহাজ্ব আলাউদ্দিন সরকার, আলহাজ্ব মো: বাহাউদ্দিন, নাসির উদ্দিন, মোহাম্মদ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহাগ প্রধান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফ সওদার, সমাজ কল্যাণ সম্পাদক জুয়েল, যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক রাসেল, আপ্যায়ণ সম্পাদক মনিরুজ্জামান মিলন, যুগ্ম আপ্যায়ণ সম্পাদক আবুল কালাম, কোষাদক্ষ সিরাজ মুন্সি, আইন ও মানবাধিকার সম্পাদক ওলীল কজী, ধর্ম বিষয়ক সম্পাদক তুহিন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক বাপ্পী, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুগ্ম ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রনি হোসেন, প্রচার সম্পাদক সেলিম, যুগ্ম প্রচার সম্পাদক জাহিদ হাসান সজীব, দপ্তর সম্পাদক দ্বীন মোহাম্মদ দিলু, যুগ্ম দপ্তর সম্পাদক নকিবল হাসান প্রমূখ।
এদিকে, আজ থেকে নিরিবিলি মডেল সোসাইটি কমিটির আত্ম প্রকাশের ফলে এলাকার আপরাধ প্রবণতা বন্ধের জন্য এলাকায় সিসি ক্যামেরা স্থাপন সহ ঐ এলাকার সকল উন্নয়ন সহ সেবা মূলক কাজ করবে বলে জানা যায়।