অপরাধ করলে কোন তদবীর কাজ হবে না : ওসি দীপক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেছেন, আমি বন্দরবাসীকে এটা ম্যাসেজ দিতে চাই সেটা হল যদি ভাবেন রামদা নিয়ে ঘুরে বেড়াবেন আর পুলিশ চুরি পড়ে থানায় বসে থাকবে সেটা কিন্তু মুটেও হবে না। আপনাদের মধ্যে যারাই এই অপরাধের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকেন আমি অনুরোধ করব এমন অপরাধ প্রবনতা থেকে দূরে থাকেন। কিশোরদের উদ্দেশ্য করে বলছি, যেই বড় ভাই কিংবা যেই নেতাই আপনাদের শেল্টার দেউক না কেন অপরাধ করলে কোন তদবীর কাজ হবে না। ২৪ই ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩টায় বন্দর থানা প্রশাসন আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রামদা নিয়ে ঘুরে বেড়াবেন কোন বড় ভাই আপনাদের বাচাতে পারবে না। অপরাধ করলে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে। আমি তদবীর নিয়ে এখানে ওসি গিরি করতে আসি নাই। তদবীর করে আমি ১দিনও থাকতে চাই না। যতদিন বন্দরে ওসি হিসেবে আমি থাকব দা নিয়ে ঘুরে বেড়াবেন কোন ছাড় দিব না।

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আমি বন্দর থানায় জয়েন্ট করেছি ১ মাস ৮দিন। এর মধ্যে একটি রিকশা চালক মার্ডার সংঘটিত হয়েছে। আমরা কাজ করছি। খুব শীঘ্রই এর রেজাল্ট বের করব ইনশা আল্লাহ্। বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ দেখা যায়। আমি বাংলাদেশের বিভিন্ন স্টেশনে কাজ করেছি। তবে এখানে এসে একটা পার্থক্য পেলাম। এখানে কিশোর গ্যাংয়ের একটা প্রবনতা রয়েছে।

add-content

আরও খবর

পঠিত