অপরাজনীতির কারনে না.গঞ্জ থেকে পাট ও বস্ত্র শিল্প হারিয়েছি : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশন এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাব যদি এক সাথে মিলে কাজ করে তাহলে নারায়ণগঞ্জ হবে একটি উন্নত শিক্ষা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং উন্নত শিল্প নগরী। প্রাচ্যের ডান্ডি খ্যাত পূর্বের থেকেও অত্যাধুনিক বৃহৎ শিল্প নগরী হবে। অপরাজনীতির কারনে আমরা নারায়ণগঞ্জ থেকে পাট ও বস্ত্র শিল্প হারিয়েছি। এখন নীটওয়্যার পন্য রপ্তানির মাধ্যমে সারা বিশ্বে আমরা দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছি। কোন দল না, কোন দ্বিদ্ধা দ্বন্ধ না। নারায়ণগঞ্জের সকলকে বিশেষ করে সকল জনপ্রতিনিধিদের উক্ত তিনটি সংগঠনের সাথে একসাথে বসে কাজ করলে আমার দৃঢ় বিশ্বাস নারায়ণগঞ্জ পুনরায় উজ্জীবিত হবে।

৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা আদালত প্রাঙ্গনে নারায়ণগঞ্জে নব নির্মিত ডিজিটাল বার ভবন ব্যবহার উপলক্ষে আইনজীবী সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনটি তিন তলা ভবন সম্পন্ন করা হবে। যার মধ্যে একটি তলা নারায়ণগঞ্জ আদালতের পুরুষ আইনজীবীদের জন্য। একটি তলা নারী আইনজীবীদের জন্য এবং এক তলা থাকবে সকল মুহুরীদের জন্য। পাশাপাশি আমি জেলা ও দায়রা জজ এর কাছে বিনীত অনুরোধ রাখবো যাতে করে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আইন কলেজটির উন্নয়ন করা হয়। আইন কলেজটির উন্নয়নের জন্য আমি তাঁর সর্বাত্মক সহযোগীতা কামনা করছি।

নারায়গণগঞ্জের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ভবিষ্যত প্রজেন্মর প্রতি অনুরোধ রেখে এমপি সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের পরিবর্তন সন্নিকটে। সারা বাংলাদেশে নারায়ণগঞ্জই হবে সব থেকে উন্নত শিল্পায়নের জেলা। নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রয়োজন। সবাই একত্রিত হলে এটি হওয়া সম্ভব। বর্তমানে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাব, সামনে কোরবানি ঈদ। আসুন আমরা কোরবানি ঈদকে সামনে রেখে অতীতের ভূলভ্রান্তি ভুলে গিয়ে সবাই মিলে একাত্মতা ঘোষণা করে নারায়ণগঞ্জের উন্নয়নে একত্রিত হই।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জেলা ও দায়রা জজ আনিসুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব হোসেন।

আর আগে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক সহ বেশ কয়েকজন এবং সরকারী ভাবেও জেলা আইনজীবী সমিতির ভবনটি নির্মাণের প্রতিশ্রুতি হয়। সেদিনে এমপি সেলিম ওসমান ভবনটি নির্মাণের জন্য ১ কোটি টাকার অনুদান ঘোষণা দিয়ে ছিলেন। পাশাপাশি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর নিজেও ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়ে ছিলেন। কিন্তু কেউ কোন প্রকার আর্থিক সহযোগীতা প্রদান না করায় এমপি সেলিম ওসমান একাই আইনজীবীদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ১ কোটি টাকার পরির্বতে ৩ কোটি টাকার অনুদান প্রদান করেন এবং সাড়ে ৯ হাজার স্কয়ার ফিট জায়গায় ৮ তলা ফাউন্ডেশনে ২ তলা পর্যন্ত সম্পন্ন করে দেন।

add-content

আরও খবর

পঠিত