নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচন এলেই একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচারে নামে। আপনারা অপপ্রচারে কান দেবেন না। আমি দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য উন্নয়ন করেছি। ২৫ই ডিসেম্বর শনিবার বিকালে বন্দরে ২৫ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আনোয়ার কাকা (জেলা পরিষদের চেয়ারম্যান) যেদিন আমাকে সমর্থন দিলেন সেদিন একটা বক্তব্যে বলেছিলাম আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন জয় বাংলা বলতে পারি, আমার শেষ ঠিকানা যেন হয় শেখ হাসিনা ও বঙ্গবন্ধু। অর্থাৎ আমি বলতে চেয়েছি আমার জীবনের শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগ করবো। এখান থেকে পিছপা হবো না। এ বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সাতটা মসজিদ করেছি। আমার বাবার কাছ থেকে যে জায়গাটা পেয়েছি সেটা মাদরাসায় দিয়েছি। যেখানে ইসলামের জন্য এতো কাজ করেছি সেখানে আমাকেই কাফের ফতোয়া দেয়। আমি আপনাদের সন্তান, ভুলত্রুটি হতেই পারে। ভুল হলে বলবেন। কিন্তু অপপ্রচারে কান দেবেন না।
ব্যানারে নাম না থাকলেও অনুষ্ঠানের অন্যতম অতিথি ছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, যখন উন্নয়ন করেছি, তখন কোনো দল দেখিনি। এই এলাকার রাস্তা করার পর দেখিনি এ রাস্তা দিয়ে বিএনপি নাকি আওয়ামী লীগের নেতারা হাঁটবেন। মাঠ যখন করেছি তখন দেখিনি এই মাঠে বিএনপি নাকি আওয়ামী লীগের নেতার সন্তানরা খেলবে। তিনি বলেন, যেহেতু আপনারা সবাই কর দেন, তাই উন্নয়নের ক্ষেত্রে দলমত দেখিনি।
২৫ নম্বর ওয়ার্ডের গোকুলদাসের বাগ এলাকার চাপাতলী মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বন্দর উপজেলার ১২২ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা এসএম গনি ভূঁঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু সহ প্রমুখ।