অন্যরকম ঈদ উদযাপন কর‌লো নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা পরিস্থিতির মধ্যে নারায়ণগ‌ঞ্জের বিভিন্ন মসজিদে তিন দফায় অনুষ্ঠিত হয়ে‌ছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। সোমবার (২৫ মে) সকাল ৫টা ৫০ মি‌নি‌টে প্রথম জামাত, ৭টায় দ্বিতীয় জামাত, ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়ে‌ছে। করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় এই প্রথম ঈদাগাহ ব্য‌তিত এ জেলাতে ৭টি উপজেলার বি‌ভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় এবা‌রের ঈদ জামাত।

এতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসল্লি, মসজিদের ইমাম ও মসজিদ সংশ্লিষ্টদের মানতে হয়ে‌ছে সরকারি নির্দেশনা। জামাতে অংশ গ্রহণের ক্ষেত্রে প্রত্যেক মুসুল্লিকে নিজ নিজ বাড়ি থেকে ওযু সেরে, মুখে মাস্ক পড়ে এবং জায়নামাজ নিয়ে সামা‌জিক দুরত্ব বজায় রাখ‌তে দেখা গে‌ছে। এমনকি করোনা সংক্রমণ রোধে মসজিদের জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও হাত মেলাতেও বিরত ছিল। এ যেন এক অন্যরকম ঈদ উদযাপন কর‌লো নারায়ণগঞ্জবাসী সহ সারা‌দে‌শের মুসু‌ল্লিগন।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, শহরের উকিলপাড়া জামে মসজিদে প্রথম জামাত‌টি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন মহল্লা থেকে এক এক ক‌রে আসতে শুরু করে ধর্মপ্রাণ মুসু‌ল্লিরা। সামা‌জিক দুরত্ব বজায় ‌রে‌খে নিজ নিজ জায়নামা‌জে স্থান নেয় মুসু‌ল্লিরা। ঈদ জামাতের আ‌গে মসজিদ মুসল্লিতে পূর্ণ হয়ে যাওয়ায় সড়‌কেই নামাজ আদায় ক‌রে তাঁরা। ঈদ জামাতের পর খুতবা শে‌ষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা সহ করোনা ভাইরাস থেকে মুক্তি পে‌তে আল্লাহর রহমত কামনা করা হয়। এছাড়াও আল্লাহর কা‌ছে পানা চাওয়া হয়।

এ‌দি‌কে অন্যান্য বছর ঈদ‌কে ঘি‌রে নানা আ‌য়োজন থাক‌লেও এবার ছিল নিস্তব্দ। সকল ধর‌ণের পার্ক সহ বি‌নোদন‌কেন্দ্রগু‌লো বন্ধ থাকায় ‌দেখা যায়‌নি জনতার স্রোত। সড়কগু‌লো‌তেও দেখা মি‌লেনি তেমন জনসমাগম। অ‌নেকটাই নিরানন্দ প‌রি‌বে‌শে উদযা‌পিত হ‌চ্ছে এবা‌রের ঈদ উল ফিতর।

add-content

আরও খবর

পঠিত