নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের বদলি আদেশ বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চাষাড়া সান্তনা মার্কেটের সামনে শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। পরে তারা সদর উপজেলা ভবনের দিকে মিছিল নিয়ে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সাদিকা ইসলাম বলেন, আমরা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম, কিন্তু জানতে পারলাম আমাদের স্মারকলিপি এখনও সচিবালয়ে পাঠানো হয়নি। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর একজন এডিসি স্যারের সঙ্গে কথা বলি। তিনি জানান, বিষয়টি পাঠানোর ব্যবস্থা করবেন, কিন্তু এখনো কিছু হয়নি।
অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী লাবনী আক্তার বলেন, ডিসি অফিসে গিয়ে আমরা জানতে চেয়েছি, অধ্যক্ষ স্যারকে বদলি করার সুনির্দিষ্ট কারণ কী? যদি যৌক্তিক কারণ দেখানো হয়, আমরা মেনে নেব। কিন্তু তারা কোনো
কারণ দেখাতে পারেননি। আমাদের একটাই দাবি—স্যারের বদলি আদেশ বাতিল করতে হবে, এবং সেটা আজকের মধ্যেই করতে হবে। অন্যথায়, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে, তাই হয়তো তারা আন্দোলন করছে। তবে আমার এতে কোনো সংশ্লিষ্টতা নেই। আমি একজন সরকারি কর্মকর্তা, সরকারি আদেশের প্রতি শ্রদ্ধাশীল। সরকারি সিদ্ধান্তেই এখানে এসেছি এবং সরকারি সিদ্ধান্তেই চলে যাব।
সাধারণ মানুষের দুর্ভোগ শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে অ্যাম্বুলেন্স, সাধারণ যাত্রী ও অন্যান্য শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হন।
তোলারাম কলেজের শিক্ষার্থী মো. সৌরভ বলেন, এই আন্দোলনের কারণে চাষাড়া দিয়ে কোনো গাড়ি ঢুকতে বা বের হতে পারছে না। কলেজের মূল সড়কটিও বন্ধ থাকায় আমরা ক্লাসে যেতে পারছি না। তারা আন্দোলন করুক, কিন্তু শান্তিপূর্ণভাবে কলেজ প্রাঙ্গণে করুক, রাস্তা বন্ধ করা উচিত নয়। পিক-আপ চালক নিলয় মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়ই এমন আন্দোলন হয়। দশ মিনিটের রাস্তা পার হতে দেড় ঘণ্টা বসে আছি। এমনকি রোগী বহনকারী গাড়িগুলোও যেতে পারছে না। এটা কোনো নিয়ম হলো?