অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া মৌজার ৩৪ বিঘা অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২৭শে মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মুড়াপাড়া-মাহমুদাবাদ সড়কে জমির মালিকনারী-পুরুষরা এ মানববন্ধন করে। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জমির মালিক জালাল উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন জমির মালিক সুরুজউদ্দিন, মহিউদ্দিন, বকুলমিয়া, মিতালি আক্তার, হেলাল উদ্দিন, মনিরুজ্জামান বাদশা, নুরুল হক, হাবিবুর রহমান মনির, মহিউদ্দিন, জজ মিয়া, আমানউল্লাহ, আনোয়াল হোসেন আলী, হোসেন আলী, এটি এম মাহমুদ, আব্দুর রউফ, আব্দুল কাইয়ূম, ইসমে আজম মিয়া, লাইলী, মনোয়ারা,  শাহিদা, আসমা আক্তার সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অধিগ্রহনকৃত জমির মৌজার মূল্য তালিকার নয় বর্তমান বাজার মূল্যের তিনগুণ দাম দিতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জমির দামের তিনগুণ দেয়া না হলে জান দিবো-জমি দিবো না। রক্ত দিয়ে হলেও বাপ-দাদার জমি রক্ষা করবো। পূর্বাচল উপ শহর সংলগ্ন কেয়ারিয়া মৌজার আমাদের জমি অধিগ্রহণ করা চলবে না। কেয়ারিয়া মৌজার প্রতি শতাং শজমির দাম ১৫/২০ লাখ টাকা। অথচ ভ‚মি হুকুম দখল করে নাম মাত্র জমির দাম দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের এন্টিটেররিজম ইউনিটের ঢাকা পুলিশ লাইন্স ফোর্সের ব্যারাক সহ স্থাপনা নির্মাণের জন্য কেয়ারিয়া মৌজার ৩৪ বিঘা জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত