নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.মাহমুদা মালা বলেছেন, পাকিস্তান একটি নিকৃষ্ট জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিত। পৃথিবীর ডাষ্টবিন বলা হয় পাকিস্তানকে। অপরদিকে বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে মধ্যম আয়ের দেশ। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অভাবনীয় উন্নয়ন হচ্ছে। আমরা এ উন্নয়নের সুফল ভোগ করছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলে মিলে এক সঙ্গে কাজ করি।
১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে দক্ষিণ কলাবাগ এ.এফ.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা শিবির কর্মসূচিতে প্রধাণ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত মানবতাবাদী নেত্রী। পৃথিবীতে তিনি মানবতার জন্য স্বীকৃতি পেয়েছেন। তিনি শারীরিক প্রতিবন্ধী কিংবা বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়েই কাজ করেন না। তিনি তৃত্বীয় লিঙ্গ যারা আছেন তাদের স্বাবলম্বী করতেও তিনি কাজ করে যাচ্ছেন। আমাদের জননেত্রী যদি তাদের নিয়ে এত পরিশ্রম করতে পারে তবে আমরা কেন পারব না। অটিজম শিশুদের অভিভাবকরা তাদের অস্বাভাবিক সন্তানদের একটু বেশি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। আপনারা অন্য সন্তাদের অপেক্ষা অস্বাভাবিক সন্তানদের একটু বেশি ভালবাসা দিন, তাদের প্রতি একটু যতœবান হউন দেখবেন এরা স্বাভাবিক হয়ে উঠবে। আসুন আমরা এই অস্বাভাবিক শিশুদের অবজ্ঞা নয় একটু সহানুভূতি দিয়ে তাদের কল্যানে কাজ করি।
এ.এফ.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না.গঞ্জ জেলা যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোক্তার হোসেন, বর্নমালা শিশু নিকেতনের সভাপতি ও প্রধাণ শিক্ষক রুবিনা আক্তার রুবি, ২১নং ওয়ার্ড আ.লীগ নেত্রী রাশিদা বেগম, কলাগাছিয়া ইউনিয়ণ সংরক্ষিত আসনের মেম্বার মাসুদা বেগম, সালমা বেগম, কলাগাছিয়া ইউনিয়ণ আ.লীগ নেতা দায়েন, ইকবাল হোসেন, মাহমুদা আক্তার মুক্তা, সেতু আক্তার, শিল্পী সাহা প্রমূখ।
পরিশেষে এ.এফ.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর অটিজম শিশুদের কল্যানে না.গঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা ১ লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন।