নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : পবিত্র ঈদ-উল আযহা আর মাত্র ৫ দিন বাকি। কোরবানী ঈদকে সামনে রেখে বিভিন গরুর হাট সহ নারায়ণগঞ্জের বন্দরে ৫টি পশুর হাটে জমতে শুরু করেছে গরু বিক্রি। এমনি সময় অজ্ঞান পার্টির আশংকায় ভীত হয়ে পড়েছে গরুর হাটের বেপারীরা।
এদিকে বন্দরে ৫টি পশুর হাটে গরু বিক্রতা ও ক্রেতাদেরকে র্টাগেট করে অজ্ঞান পার্টি ও মলম পার্টি সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে বলে জানা যায়। এছাড়া সাধারন মানুষকে গায়েল করার জন্য অজ্ঞান পার্টি ও মলম পার্টি সদস্যরা উক্ত হাটে আনাগোনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে এমন কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ বন্দরে বিভিন্ন গরু হাটের ইজারাদার সহ সাধারন ক্রেতা ।
সাধারন ক্রেতারা আরো জানিয়েছেন, ঈদের দিন যতই ঘনিয়ে আসচ্ছে বন্দরে সোনাকান্দা, রুপালী, নবীগঞ্জ, চৌরাপাড়া ও লক্ষনখোলা গরু হাট জমতে শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকার গরু বিক্রেতা ও ক্রেতা সাধারনরা তাদের পছন্দ পশু ক্রয় করার জন্য উল্লেখিত গরু হাটে ভিড় জমাতে শুরু করেছে। এ সুযোগে অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যরা ক্রেতা সেঁজে বন্দরে বিভিন্ন হাটে প্রবেশ করে প্রকৃত ক্রেতা ও বিক্রেতাদেরকে চোখে ধূলা দিয়ে বিভিন্ন কৌশলে অজ্ঞান করে তাদের সাথে থাকা মূল্যবান টাকা পয়সা হাতিয়ে নিয়ে দ্রুত উক্ত স্থান ত্যাগ করছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালামের সাথে আলাপ কালে জানান, বন্দরে বিভিন্ন পশুর হাট গুলোতে ক্রেতা ও বিক্রতাদেরকে র্সাবিক নিরাপত্তাসহ বন্দরে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং বন্দরে গুরুত্বপূর্ন হাট বাজার গুলোতে পুলিশের নজরদারিসহ টহল জোরদার রাখা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে বিভিন্ন সময় এ ধরনের ঘটনা দেখা গেলেও বর্তমানে পুলিশের কঠোর নিরাপত্তার ও পশুর হাটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও র্যাব সহ বিভিন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিসহ টহল জোরদার থাকার কারনে অনেকটাই বিশৃঙ্খলার ঘটনা কমে গেছে।