★ সাম্যের গান ★ ( কবিতা )

★ সাম্যের গান ★ ( কবিতা ) 

শেখ ফয়জুর রহমান

নারায়ণগঞ্জ বার্তা : আজ একতা রাতে সুর উঠে না

দু:খিনী মায়ের কান্নায় ,

চাষীর ঘরে ভাত জোটে না 

ধান খেয়েছে বন্যায় ।

আজ রুগন ছেলের মৃত্যু জ্বালায়

পথের কুকুর কাঁদে ,

কাল বৈশাখী উড়িয়ে নিয়েছে

যে ঘর বেঁধেছে সাদে ।

আজ বৃষ্টি ঝরে না , রক্ত ঝরে !

আকাশ ফেড়ে-চিড়ে ।

জালিম শাহির জুলুমে থাকা

মজলুমের চিৎকারে ।

আজ সাগর-পাহাড় কম্পিত সব

থরথর করে নড়ে ,

বাংলাদেশের ঘরে ঘরে

ক্ষুধায় শিশু মরে ।

আজ কে গাহিবে সাম্যের গান

কবি নজরুলের মত ,

ধনীর কদমে থাকবে না আর

গরীবের মাথা নত ।

add-content

আরও খবর

পঠিত