★ শরৎরাণীর রূপ ★ ( কবিতা )

শরৎরাণীর রূপ ( কবিতা )

মো: সৌরভ ইসলাম অপু

নারায়ণগঞ্জ বার্তা :   সুন্দরী বর্ষা নিস্ব ফলেতে রূপের শরৎ আসে,

অই বিধৌত মেঘলা আকাশ ছবির দৃশ্য ভাসে।

আশ্বিনে তার আগমন ঘটে মায়াবী রূপের দ্বারা,

রূপের প্রেমেতে মুগ্ধ হবেন সঠিক প্রেমিক যারা।

নীলাম্বরীর সুনীল আকাশ মায়াবী রূপ যে পায়,

রূপের অনলে জ্বলে পুড়ে মন হয় যে তখন ছাই।

শিউলি গন্ধে উদাস মনটা প্রাণ ছুটে সদা তরে,

কাশফুলের সে অপূর্ব দেহে স্নিগ্ধ মায়া গড়ে।

রুপালি জোছনা অপরূপ রথে মর্ত্যের বুকে আসে,

শরৎ প্রভাত ঘাসের ডগায় শিশির বিন্দু হাসে।

add-content

আরও খবর

পঠিত