★ লক্ষ্য ★ ( কবিতা )

★ লক্ষ্য ★ ( কবিতা )

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা   :  জেগে ওঠো মন শুরু করো ভ্রমণ

যে জগত তোমার হয়নি দেখা

এখনও তোমার চোখ ঘুমে ভার !

খোল আঁখি যাত্রী তুমি একা।

এই যাত্রায় সাথী কেহ নাই

এতো সাহস হবে না কারো

এই ভ্রমণে প্রতিটি ক্ষনে

ধৈর্য মনে প্রানে ধরো।

অসীমের পানে ছোট এক মনে

লক্ষ্য তোমার জিতে ফিরে আসা

সফল করো চাওয়া যা মনের পাওয়া

আর করো না অন্য কিছুর নেশা।

add-content

আরও খবর

পঠিত