★ যদি বলতে ভালোবাসি ★ ( কবিতা )
রুদ্র অয়ন
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তোমার চোখে
হাজার গোলাপ আঁকলেও
ফাগুন কখনও আসবে না
আমি নিশ্চিত বলতে পারি।
তোমার থেকে
ভালোবাসি শব্দটি
শুনতে চেয়েছি
শত সহস্র বার,
তোমার পাষাণ হৃদয়ে
ফোটেনি ফুল কভু।
ভালোবাসি
কখনই বলোনি বলেই
ফিরে গেছে অনাগত বসন্ত
চেয়ে থাকা সুদীর্ঘ পথের বাঁকে !
আমার রাত জাগা
হাজার রাতের কাব্যে
জমে থাকা পঙতিমালার
অশ্রুত উপাখ্যান শুনবে না
জানি তুমি কোনও দিন।
তবুও বুকের মাঝে,
সবুজ জমিনে এঁকেছি
তোমারই ছবি অনন্ত প্রহর ধরে।
একটি বার যদি বলতে ভালোবাসি।
প্রখর দারুণ গ্রীষ্মময় এই বুকে
অন্তত ফাগুন আসতো আর
হৃদয়টা তোমাকেই ভালোবাসতো।