★ মানুষ ★ ( কবিতা )

মানুষ ★ ( কবিতা )

গোলাম কবির

নারায়ণগঞ্জ বার্তা : প্রত্যেক মানুষেরই একটা নিজস্ব পৃথিবী থাকে,

ঝলমলে কিংবা ম্রিয়মান চাঁদের আলো থাকে,

এক চিলতে উঠোন ভর্তি শস্যের হাসি

অথবা খাঁ খাঁ শূন্যতা থাকে,

বুক ভরা ভালবাসা

কিংবা প্রচন্ড ঘৃণা থাকে,

বেঁচে থাকার স্বপ্ন থাকে

কিংবা প্রচন্ড অভিমানে মরে যেতে ইচ্ছে করে।

কোন কোন মানুষের জীবনে প্রেম আসে,

বাঁধ ভাঙা নদীর মত

এলোমেলো করে দিয়ে যায় জীবনকে,

নিষেধের তর্জনী উপেক্ষা করে

উল্কাপিণ্ডের মত ঝরে পড়ে,

কেউ কেউ প্রেমে পড়ে

শান্তির নীড় গড়ে বাবুই পাখির মত

আবার কারো কারো জীবনে

প্রেমই আসে না কিংবা এড়িয়ে যায়

প্রেমেরই ফাঁদ পাতা ভূবনকে।

add-content

আরও খবর

পঠিত