★ চল এগিয়ে চল ★ ( ছড়া )

★ চল এগিয়ে চল ★ ( ছড়া )

 মুহাম্মদ জাকির হোসেন

নারায়ণগঞ্জ বার্তা : চোখের মত চোখটা রেখে 

তাকাস নারে হালকা বেঁকে

 দেখবি যাহা চক্ষু মেলে বজ্র সুরে বল,

 অসৎ জনে ক্ষিপ্ত মনে

মারবে ছোড়া পাঁজর পানে

বুকের তাজা রক্ত ঢেলে চল এগিয়ে চল।

সত্য যেথা আসবে বাধা

চলতে পথে ভরবে কাদা

 তাকাস নারে মিথ্যা সুরে, সত্য যাহা বল,

দৃষ্টি জুড়ে ভরা আগুন

রক্ত দিয়ে ঝরা ফাগুন

ভয়কে আজি জয় করে-গো চল এগিয়ে চল।

কারাগারের ভাঙ্গরে তালা

কাফের প্রাণে ধরবে জ্বালা

 উঠরে জেগে প্রাণের বলে ধরিস নারে ছল,

রক্ত জমা পাষাণ ভেদে

মিথ্যাবাদী উঠবে কেঁদে

ভাবিস নারে একলা আছি আপন প্রাণে চল।

add-content

আরও খবর

পঠিত