★ আর্তনাদ ★
মো. মর্তুজা কাদির (মিঠু)
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একটা সময়
ভালোবাসার স্বপ্নে যখন বাণ ডেকেছিল
নিজের অজান্তেই বাস্তবতার ক্ষুধা
সাধের স্বপ্নটাকে গিলে খায়।
এক জনমের আলিঙ্গন ছেড়ে অনিমেষে সরে দাঁড়ায় পায়ের তলার মাটি,
গানের পাখির ফেরারি উড়ানে উন্মুখ মনটাও
মুখ থুবড়ে পড়ে থাকে শেকড়ের টানে।
অত:পর
আবারো উঠে দাঁড়ানো শরীরে
বুমেরাং হয়ে ফিরে আসে অগনিত জিজ্ঞাসার চিহ্ন !
অদূরে সংশয়ের মরুঝড়ে
ভেতরের অবুঝে কেবলি দৈব দাবানল !
নির্ভরতার অবতার হারিয়ে
ক্রুশবিদ্ধ রক্তাক্ত হাতের আদলে
সন্দিহানে গা ঢাকে চোখের স্বপ্ন তারা
আর,
নিয়ত অসাড়ে হিম হয়ে যাওয়া
কথার ফুলঝুরিতে
যখন শুধুই নিরবতার বলিরেখা!
ঠিক তখন ই,
বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে
বুকেতে লুকানো অজাত শত্রু
গগন বিদারী চিৎকারে শুধু বলে,
আমায় বিশ্বাস দাও,
আমি তোমায় ভালোবাসা দেবো।