★ আবেগ ★ ( কবিতা )
আফনান আহমেদ রাশেদ
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আবেগ, নিছক শব্দমাত্র,
কখনো হেরে যায়, হয়ে যায় নির্বাক্য।
আবেগ, কেবল অর্থমাত্র,
কখনো জিতে যায়, হয়ে যায় প্রতিশব্দ।
আবেগ শুধুই অনুভূতি ,
কখনো দিয়ে যায়, অদৃশ্য স্পর্শ।
আবেগ, একই নীরবতা,
কখনো বলে যায়, হাজারো গল্প।
আবেগ,অতীতের শ্রবণ ধ্বনি,
কখনো জাগায়, অনুচক্রিকা সরলতায়।
আবেগ,বর্তমানের আড়াল ছোয়া,
কখনো বুঝতে চায় পঞ্চ আত্মায়।
আবেগ ভবিষ্যতের কথন,
কখনোও ভেঙে যায়, গড়ে মহা প্রাচীর।