★ অভিনেতা ★ ( কবিতা )
গোলাম কবির
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজকাল ভালবাসি ভালবাসি বলে
চেঁচায় খুব এ শহরের পৌর পথে একদল ভাঁড়েরা।
ওরা বলে আমাকে তোমার ভালবাসা সিলমোহর দিয়ে জানিয়ে দাও,
আমি তোমাদের আমার আসমানে যতো তারা আছে সব দিয়ে দেবো,
দেবো আমার বুকের ভেতর যা আছে লুকিয়ে তার সব কিছুই !
অথচ মানুষ তো জানে ওসব ছলাকলার মানে,
কি দেবে আর কি কি নেবে সব বোঝে জনগণ।
তবুও ওরা গেয়ে যায় গান অবিরাম ভালবাসি, ভালবাসি বলে।
মানুষ তো জানে সময় হলেই
ওরা সব সাপের মতোই ছোবল দেয়ার অপেক্ষায় আছে,
জনগণের রক্তচোষার জন্য নিজেদের ধারালো দাঁতকে শান দিয়ে যাচ্ছে
অবিরত অথচ এক একজন অস্কার বিজয়ী অভিনেতার মতো
ভালবাসার নিখুঁত অভিনয় করে যায় সারা জীবনভর।