★বাঙ্গালী★ ( কবিতা )
রেদোয়ান
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সন্ধ্যা রাতের নীল শশীর আবরনের-
পলকে পলকে ঘুমধরা গান,
আমার সারাগায়ে মেখেছি।
বিলের ধারে আধপঁচা মাচায় শুয়ে,
আমি পুরো বিশ্বকে দেখেছি।
ঘুরে বেড়ানো শখ ছেড়ে,
আমি আমার বাংলাকে চুষেছি।
মেঘনার ধারে সূর্যদয়ে আমি-
পৃথিবীর স্বর্গকে দেখেছি।
কোথায় আছে ?
ঘামঝরা দুপুরে মাঝির ভাটিয়ালি,
গোধূলীর বিকালে জমাট বাধা মুর্শিদী,
গনমঞ্চ কাপানো ডুলির ডোলে-
পালা,পার্বতী আর বাউলাগান।
কোথায় পাবে ?
কৃষকের ঘামে মাখা খুশির নবান্ন,
শীতের সকালে পিঠা পুলির গন্ধ,
ক্লান্তের ঘর্মাক্ত হাসি মুখ।
জানি পাবে না, এই বাংলা ছাড়া !
এই বাংলার রুপে আমি মাতোয়ারা।
আমি ধন্য, আমি গন্য।
আমি অনন্য সাধারন, এই ভুবনে।
আমি বাঙ্গালী,
আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি।