নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার চাঁনমারীতে চেইঞ্জেস স্কুলের এক ছাত্রকে বেদম পিটুনি দিয়ে আহত করা সেই শিক্ষক নাজমুলকে বহিস্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চেঞ্জেস ইংলিশ মিডিয়াম স্কুল এর কর্তৃপক্ষ ও অভিভাবকরা বসে এ সিদ্ধান্ত নেন।
এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে চেঞ্জেস স্কুলের চাঁনমারী ক্যাম্পাসে আইসিটি বিষয়ে হোমওয়ার্ক করে না আনায় ৭ম শ্রেণীর ছাত্র সৈকত কুমার পালকে ৭০ টিরও বেশি বেত্রাঘাত করে আহত করা হয়েছিল। ওই ঘটনায় আহত শিক্ষার্থীকে তার পরিবার খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন। ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখে ৩ জন পরিচালক, অভিভাবক ও শিক্ষকদের যৌথ সিদ্ধান্তে আইসিটি শিক্ষক নাজমুলকে বহিস্কার করার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেন। এই সিদ্ধান্ত ওই শিক্ষার্থীর পিতা সুরিথ পাল সন্তুষ্টি প্রকাশ করেন।
আহত শিক্ষার্থী সৈকত কুমারের বাবা সুরিথ কুমার পাল জানান, কোন সুস্থ ব্যক্তি এমন কাজ করতে পারে না। তবে স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমি সন্তুষ্ট।
স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী জিএম ফারুক জানান, আমাদের স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বাচ্চাদের গায়ে হাত তুলা নিষেধ ছিলো। নিষেধাজ্ঞা থাকার পরেও গতকালের এই ঘটনা অত্যন্ত দু:খজনক।
তিনি আরো জানান, স্কুলে যখন শিক্ষার্থীরা আসবে, তখন তারা নীতি, নৈতিকতা আর মূল্যবোধটা শিখবে। আগামীতে কোন টিচার যাতে এ ধরণের মারমুখি আচরণ না করে, সে জন্যই তাৎক্ষণিক ওই শিক্ষককে বহিস্কার করা হয়েছে।