নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস ডেস্ক ) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাংকিংয়ে রদবদল না হলেও নিজেদের স্থান আরও পোক্ত করেছে বাংলাদেশ দল। পয়েন্ট হারাতে হয়নি মাশরাফি বিন মুর্তজার দলকে। উল্টো ৩ পয়েন্ট যোগ হয়েছে টাইগারদের। মোট ৯৩ পয়েন্ট নিয়ে আছে র্যাংকিংয়ের সাতেই।
বুধবার ক্রিকেট পরিচালনা সংস্থার প্রকাশিত সব শেষ র্যাংকিংয়ে ৭৭ পয়েন্ট নিয়ে এরপরেই আছে শ্রীলঙ্কা। আগের র্যাংকিংয়ের তুলনায় সাত পয়েন্ট কমেছে লঙ্কানদের। ২০১৩ সালের জানুয়ারির পর প্রথমবারের মতো শীর্ষে উঠেছে ইংল্যান্ড। ভারতকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করলো ক্রিকেটের জনকরা।
২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের জয় দলটির শীর্ষস্থান ফিরে পেতে কাজ করেছে। যেখানে মোট ম্যাচের ৫০ শতাংশ নিজেদের করে নিয়েছে ইয়ন মর্গ্যানরা।
এদিকে দক্ষিণ আফ্রিকা চার পয়েন্ট খুইয়ে নেমে গেছে ৩ এ। দুই পয়েন্ট হারিয়ে মোট ১১৩ পয়েন্ট নিয়ে ৪ এ নিউজিল্যান্ড।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া হারিয়েছে ৮ পয়েন্ট। যা তাদের নিয়ে গেছে টেবিলের ৫ নম্বরে।
১৯৯২ এর বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে কোনো পয়েন্ট হারাতে হয়নি। বরং ৬ পয়েন্ট পয়েন্ট পেয়ে আছে ৬ এ। ৬৯ পয়েন্ট নিয়ে ৯ এ ওয়েস্ট ইন্ডিজ ও ৬৩ পয়েন্ট নিয়ে ১০ এ আফগানিস্তান। ১২ দলের মধ্যে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ এই ১০ দল ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেবে।