৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ বছরের এক শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আহাদ আলী (৩৮)  নামে এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ৪ঠা আগস্ট বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাকে ভূঁইগড় রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে ঘটনার দিন বৃহস্পতিবার শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আহাদ আলী গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বোয়ালিয়া কলিয়ার লোকমান শেখের পুত্র ও ফতুল্লা মডেল থানার  রঘুনাথেুরের ডাক্তার গোলাম হোসেনের ভাড়াটিয়া।

মামলায় উল্লেখ করা হয় যে, ভুক্তভোগী শিশুটির বাবা একজন রিকশা চালক এবং তার স্ত্রী গার্মেন্টেসে চাকুরী করে। অপরদিকে গ্রেফতারকৃত আহাদ আলী বাদীর পার্শ্ববর্তী ভাড়াটিয়া রফিকুলের আত্মীয়। সে সুবাদে প্রায় সময় আহাদ আলী বাদীর পাশ্ববর্তী  ভাড়াটিয়ার বাসায় যাতায়াত করতো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গ্রেফতারকৃত আহাদ আলী তার আত্মীয় রফিকুলের বাসায় আসে। সে সময় আহাদ আলীর আত্মীয় রফিকুলের পরিবারের কোন সদস্য বাসায় ছিলো না।

অপরদিকে বাদী ছিলো বাসার বাইরে এবং তার স্ত্রী ছিলো রান্না ঘরে। এ  সুযোগে শিশু মেয়েটি কে টিভি দেখার কথা বলে রফিকুলের ঘরে ডেকে নিয়ে মজা কিনে দেওয়ার কথা বলে আহাদ আলী ধর্ষণের চেস্টা করে। এ সময় শিশু মেয়েটি ডাক-চিৎকার করলে আহাদ আলী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, শিশুটিকে ধর্ষণের চেস্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত কে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত