নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা ৫৮ জন। তবে নতুন করে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ২১০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮ শত ৬ জন। এ সময়ে সুস্থ ৮৫ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২ শত ৯৫ জন। ২৮ই এপ্রিল বুধবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রটি জানায়, ২৭ই এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টা থেকে ২৮ই এপ্রিল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৫৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ১ জন, বন্দর উপজেলায় ২ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৮ জন, রূপগঞ্জ উপজেলায় ১৭ জন, নারায়ণগঞ্জ সদর এলাকায় ১৪ জন এবং সোনারগাঁ উপজেলায় ৬জন। এই পর্যন্ত মোট ১০ হাজার ১৮ শত ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৮, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১০৭, রূপগঞ্জ উপজেলায় ১৪, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪১, সোনারগাঁও উপজেলায় ৩৬ জন। মোট মৃত্যু ২১০ জন।