৫টি আসনের এমপিরা আমাকে গুরু হিসেবে দেখে : আনোয়ার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, আমাকে নিয়ে কিছু নেতা কটু কথা বলেছে। আমি নাকি জামায়াত শিবিরের সাথে আত্মাত করে আইভীকে পাশ করিয়েছি। অভিভাবক হিসেবে আমি তাদেরকে অভিশাপ দিবো না। আমি বলব আল্লাহ্ আপনি তাদেরকে হেদায়েত করেন। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের এমপিরা আমাকে গুরু হিসেবে দেখে। আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই। ধৈর্য ধারন করে আজ আমি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি।

৮ই ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় বন্দর থানার ২৭ নং ওয়ার্ডস্থ কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন বালুমাঠে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের উদ্দ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পরিষদের চেযারম্যান আনোয়ার হোসেন আরো বলেন, প্রধানমন্ত্রী র্নিদেশে করোনাকালে জেলা পরিষদের পক্ষ থেকে আমরা শহরে ও বন্দরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, সাবান এবং হ্যান্ড স্যানিটেজার বিতরণ করেছি। আজকেও তার নির্দেশে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। আমি আমার মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সানিধ্য পেয়েছি। তিনি আমাকে ওই দিন বলেছিলেন, জনগন হলো চালিকা শক্তি। জনগনের পাশে থেকে জনগনের সেবা কর। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছে জনগনের কল্যাণে কাজ করার জন্য।

জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আলাউদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১নং ওয়ার্ড আলহাজ্ব সিরাজুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান মাছুম, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার পুতুল, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ওসমান গনী ভূইয়া, সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধূরী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব, যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, সাংগঠনিক সম্পাদক জি.এম. আরাফাত, মহানগর আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু ও মহানগর যুব মহিলালীগের আহবায়ক নুরুন নাহার সন্ধ্যা প্রমুখ।

২৭ নং ওয়ার্ড আওযামীলীগ নেতা অ্যাড.মামুন সিরাজুল মামুনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক জসিম উদ্দিন জসু, ২৪নং ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আফজাল হোসেন, ২১নং ওয়ার্ড আওয়ালীগ নেতা সালাউদ্দিন, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত