নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের মাসাইরে গ্রাসারি গ্লাস নামে একটি দোকানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইফবয়ে ৩৫ টাকা রিফিল ৭০ টাকায় বিক্রি অধিক মূল্য আদায়ের অভিযোগে এ জরিমানা করা হয়। তবে দোকান মালিকের দাবি শহরের ফলপট্রি এলাকা থেকেই ৬০ টাকা দরে এসব রিফিল ক্রয় করেছেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে ওই দোকানে অভিযান চালানু হয়।