নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে গত ২ বছর বন্ধ থাকার পর অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নান উৎসব। ৮ই এপ্রিল শুক্রবার রাত ৯টা ১১ মিনিট ৫৭ সেকেন্ডে স্নানের লগ্ন শুরু হয়ে আজ ৯ই এপ্রিল শনিবার রাত ১১টা ৮ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদে এই উৎসব চলবে।
এই স্নানোৎসবে অংশ নিতে দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা লাঙ্গলবন্দে এসেছে। তবে রাত থেকে এই উৎসব শুরু হলেও মূলত শনিবার সকাল থেকে প্রায় সকল সনাতন ধর্মাবলম্বীরা মহাষ্টমী পুণ্য স্নানোৎসবে অংশগ্রহণ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, হে মহাভাগ ব্রহ্মপুত্র হে লোহিত্য আমার পাপ হরণ কর এই মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরিতকী, ডাব, আমপাতা নিয়ে স্নানে অংশ নিতে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে লাঙ্গলবন্দ এলাকায় পুণ্যার্থীদের ঢল নেমেছে। সড়কের দুই পাশে বসেছিলো অস্থায়ী মেলা।
এদিকে, স্নান উৎসবকে কেন্দ্র করে লাঙ্গলবন্দ এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। স্নানের জন্য প্রস্তুত করা হয়েছে নলিত মোহন সাধু ঘাট, অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, মাকরী সাধু ঘাট, গান্ধী (শ্মশান) ঘাট, ভদ্রেশ্বরী কালী ঘাট, জয়কালী মন্দির ঘাট, রক্ষাকালী মন্দির ঘাট, পাষাণ কালী মন্দির ঘাট, প্রেমতলা ঘাট, মণি ঋষিপাড়া ঘাট, ব্রহ্ম মন্দির ঘাট, দক্ষিণেশ্বরী ঘাট, পঞ্চপা–ব ঘাট ও পরেশ মহাত্মা আশ্রমসহ ১৬টি ঘাট।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসব কে কেন্দ্র করে আমরা তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছি। সেইসঙ্গে সিসি ক্যামেরা দ্বারা সমস্ত এলাকা নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশের স্পেশাল টিম, নৌ পুলিশ, র্যাব এবং হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কোস্টগার্ড বিআইডব্লিউটিএর ডুবুরি দল ও ফায়ার সার্ভিস রাখা হয়। জেলা পুলিশ অফিসার্স ফোর্স মোতায়েন হয়েছে। সবমিলিয়ে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।