২৩নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন কাউন্সিলর দুলাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা )  : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ডে অতন্ত্য উৎসব মূখর পরিবেশে  ২০১৯সালে  ভোটার তালিকা হালনাগাদ করা নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়েছে। ১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার  সরকারি কদম রসুল ডিগ্রি কলেজে সকালে ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমের সর্বমোট ১৫শ ৬৩টি স্মার্ট কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ।

উদ্বোধনকালে কাউন্সিলর দুলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের  দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের এই স্মার্ট কার্ড তার  বাংলাদেশ গড়ার একটি ধাপ। এছাড়াও বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনিত করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, চাকরির আবেদন, পাসপোর্ট প্রাপ্তি ও নবায়ন, ব্যাংক হিসাব খোলা, ড্রাইভিং ও ট্রেড লাইসেন্স প্রাপ্তি, মোবাইল সংযোগ নেয়া সহ ২৫টি সুবিধা পাওয়া যাবে এই কার্ডে। আন্তর্জাতিক মানের কার্ডে জালিয়াতি রোধে রয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে, কেন্দ্রীয় ডাটাবেস থেকে অনলাইনে এনআইডি নম্বর যাচাইয়েরও সুযোগ থাকছে এতে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সহয়তা করে দেশকে আরো এগিয়ে নিয়ে যাই।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২,২৩ ও ২৪নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অঙ্কন। স্মার্ট কার্ড বিতরণী সার্বিকভাবে পরিচালনা বন্দর উপজেলা নির্বাচন অফিসের সহকারী বিল্লাল হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা অপু তালুকদার।

add-content

আরও খবর

পঠিত