নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ২১ শে আগষ্ট গ্রেনেন্ড হামলায় নিহত রতন শিকদারের মাতা মমতাজ আর নেই।তিনি ফতুল্লা থানার উওর মাসদাইর গাবতলী এলাকার নিবাসী রতন শিকদার, ব্যবসায়ী টুটুল শিকদার সুমন শিকদার এর আম্মা। শুক্রবার সকাল ৭ ঘটিকায় নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন। মূত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে, আত্বীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ জুম্মা মাস মাসদাইর সিটি কবরস্থানে নামাজে জানাযা শেষে দাফন করা হয়।তার জানাযা সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গরা অংশ গ্রহন করেন।এরা হলেন ৯নং ওয়ার্ড মেম্বার কামরুল ইসলাম,সমাজ সেবক ও কুয়েত প্রবাসী মনিরুল আলম,রনজু,সেলিম, তৌফিক চৌধুরী,মোঃ জাকির হোসেন,গোলাম গাউন,শাহীন,তরিকুল ইসলাম,আব্দুল হাই,টুটুল শিকদার ও সুমন শিকদার এর বন্ধূ মহল। দাফন শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। টুটুল শিকদার জানাযায় ও দাফন শেষে মোনাজাতে অংশ নেয়ায় সকলের প্রতি কূতজ্ঞতা প্রকাশ করেন।