২শ বছরের পুরনো সড়ক রক্ষায় বন্দরে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণে বন্ধ হয়ে যেতে পারে ৮ লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র সংযোগ সড়ক তথা কলাগাছিয়া-ফরাজীকান্দা সড়ক।  সংকটে পড়তে পারে ঐ এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাজার ও শহরগামী মানুষের জীবনযাত্রা। এ শঙ্কায় ২শত বৎসরের পুরোনো এই জনপথ রক্ষার্থে ও সেতু স্থলে টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ফরাজিকান্দা ও কলাগাছিয়া ইউনিয়নের ৪০টি গ্রামের বাসিন্দারা। আজ ১লা মার্চ সোমবার ১০টা থেকে বন্দর উপজেলাধীন মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের ফরাজিকান্দা বাজার এলাকায়  তারা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নেতৃত্ব দেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।

মানববন্ধনে বক্তারা জানান, এই এলাকায় ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এ সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ তাদের বসত বাড়ি হাসিমুখে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম এই সেতু নির্মাণের মুল ছকে ফরাজিকান্দার এই ২শত বৎসরের পুরানো সড়কটির বহাল রাখার কোন ব্যবস্থা রাখা হয়নি। প্রায় ৪০টি গ্রামের সকল শ্রেণী পেশার ৮ লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল এই সড়কটি। যদি এই সড়কটি বহাল না রাখা হয় তাহলে ৮ লক্ষ মানুষই অবরুদ্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে এলাকার শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া আসা। মদনগঞ্জ-মদনপুর সড়কের উভয় পাশেই স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা, বাজার ইত্যাদি ।

ফলে সড়কটি বন্ধ হলে বিচ্ছিন্ন এলাকায় পরিনিত হবে ঐতিহ্যবাহী ফরাজিকান্দা। এবং তাদের চলাচল ঘুরাপথে ব্যয় বাড়বে দ্বিগুন। বাড়বে জ্যাম-জট। এছাড়াও  সেতুটির সাথে চার লেনের রাস্তা হলে কোমলমতি শিশুদের স্কুলে যেতে রাস্তা পাড়াপাড় হবে সবচেয়ে ঝুঁকির বিষয় কিন্তু আমরা  কখনোই এতোগুলো সমস্যাকে মেনে নিতে পারি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমানের দৃষ্টি আকর্ষন করছি। আপনারা চাইলে আমাদের এ বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আমরা এই সেতুকে আশির্বাদ হিসেবে পেতে চাই। যদি এই সড়ক বরাবর একটি টানেল নির্মাণ করে দেন তাহলে এই ৮ লক্ষ মানুষ আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। মানববন্ধন শেষে তারা বন্দর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, আওয়ামীলীগ নেতা শাহাদাৎ, রবিউল আউয়াল রবি, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি  বাচ্চু মিয়া, আওমীলীগ নেতা মঞ্জু মেম্বার, খালেদ বিন আনিস, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, বিএনপি নেতা, শহিদুল্লা মুকুলসহ কলাগাছিয়া ইউনিয়নের ৪০টি গ্রামের সকল শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত