নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর তৃতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে চার জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই জন নারী ও দুই জন পুরুষ। মারা যাওয়া ব্যাক্তিদের মধ্যে নারী তিনি বন্দর উপজেলার বাসিন্দা। তার বয়স ৪৫ বছর। আর তাদের মধ্যে আরেক জন নারী তিনিও বন্দর উপজেলার বাসিন্দা। তার বয়স ৬০ বছর। মারা যাওয়া ব্যাক্তিদের মধ্যে পুরুষ তিনিও বন্দর উপজেলার বাসিন্দা। তার বয়স ৯০ বছর। এবং অপর জনও পুরুষ তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকার বাসিন্দা। তার বয়স ৬০ বছর। নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা মোট ২৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৯ জন। এ সময়ে নতুন সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯ শত ৫৬ জন। আজ ২৪ই জুলাই শনিবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রটি জানায়, ২৩ই জুলাই শুক্রবার সকাল ৮ টা থেকে ২৪ই জুলাই শনিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৪৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে বন্দর উপজেলায় ১৬ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৭৫ জন, রূপগঞ্জ উপজেলায় ৭ জন, নারায়ণগঞ্জ সদর এলাকায় ৫২ জন এবং সোনারগাঁ উপজেলায় ৫ জন। তবে নতুন করে আড়াইহাজার উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়নি। এই পর্যন্ত মোট ১৩ লক্ষ ১ শত ৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ১৩, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১২৪, রূপগঞ্জ উপজেলায় ১৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৭, সোনারগাঁও উপজেলায় ৪৬ জন। মোট মৃত্যু ২৪৯ জন।