১৭নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধি ভাতা প্রদান করলেন কাউন্সিলর বাবু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধি ভাতা প্রদান করেছেন কাউন্সিলর আব্দুল করীম বাবু। রবিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে শহর সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ বয়স্ক ও প্রতিবন্ধি ভাতা প্রদান করা হয়।

এসময় কাউন্সিলর আব্দুল করীম বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন একুশ বাস্তবায়ন করার লক্ষ্যে উন্নয়ণের পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধিদেরকে ভাতা প্রদান করছে। এরফলে তারা কিছুটা হলেও স্বচ্ছলতা অনুভব করছে। তাদেরকে এখন আর ছেলেমেয়েদের দিকে তাকিয়ে থাকতে হয়না।

তিনি বলেন, দেশ এখন অনেক এগিয়ে গেছে। সাধারণ মানুষের মাথাপিছু আয় এখন বৃদ্ধি পেয়েছে। তাই বেকার সমস্যা এখন আগের চাইতে অনেক কমে এসেছে। এখন সাংসারিক স্বচ্ছলতা আনতে নারী পুরুষ সকলেই কাজ করছে। পূর্বে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলো তারা তা করতে পারেনি কিন্তু বর্তমান সরকার সাধারণ মানুষের জন্য এ ভাতার ব্যবস্থা করেছে। তাই দেশের উন্নয়নের জন্য আগামীতেও এ সরকারের প্রয়োজন আছে। ভাতা নেওয়ার ব্যাপারে সমস্যা হলে জানাবেন, আমরা তা আপনাদের কাছে পৌছে দেব।

এদিকে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ১০নং ওয়ার্ড থেকে ১৮নং ওয়ার্ড পর্যন্ত ৪০৫ জন বয়স্ক ও প্রতিবন্ধি ভাতা দেওয়া হবে ২০১৭ সালের জুলাই  হতে ২০১৮ সালের জুন পর্যন্ত। ২০১৩ ও ২০১৪ সালে প্রতিবন্ধিদের জরিপ অনুযায়ী তাদের আইডি কার্ড সম্পন্ন হয়েছে। গলাচিপা শহর সমাজসেবা কার্যালয় থেকে তাদের কার্ড নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা অধিদপ্তরের পৌর সমাজকর্মী মো. রুহুল আমীন, বেগম লুৎফা আক্তার, মো কামরুজ্জামান ভূইয়া, মো. আবেদ আলী মোল্লা, এসবি স্যাটেলাইট ক্যাবল এর এমডি এম.আর.কে রিয়েন, ওয়ার্ড কাউন্সিলর এর সচিব রিয়াদ হাসান, তানভীর সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত