১৬ টাকার ওষুধ ২০ টাকা রাখায় ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় মেসার্স জিলান মেডিকেল হল নামে এক ফার্মেসিতে দুই পাতা নাপা (৫০০ মি.গ্রা:) ওষুধের দাম ১৬ টাকা। কিন্তু বিক্রি করা হয় ২০ টাকায়। ৪ টাকা বেশি রাখায় ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ২৭ই জুলাই মঙ্গলবার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে বাজার অভিযানে সদর উপজেলার ভূঁইগড় এলাকায় অবস্থিত মেসার্স জিলান মেডিকেল হল নামে এক ফার্মেসিকে জরিমানা করা হয়। অভিযানকালে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক তত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে মেসার্স জিলানি মেডিকেল হল নামে এক ফার্মেসিতে দুই পাতা নাপা (৫০০মি.গ্রা:) ট্যাবলেটের দাম ১৬ টাকার স্থলে ২০ টাকা রেখেছেন। নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রির অপরাধে ওই ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত