১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী রিয়াজ গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে রিয়াজ সরদার (৪২) নামে এক ১৪ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর বুধবার সদর মডেল থানাধীন নিতাইগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেফতার করা হয়। র‌্যাব ১১ এর উপপরিচালক এ কে এম মুনিরুল আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী রিয়াজ সরদার মৃত সেকেন্দার সরদার ছেলে। সে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন তামাক পট্টি এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১ টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করে র‌্যাব। এছাড়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত