নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শুক্রবার ০১জানুয়ারী ইংরেজী শুভ নববর্ষের প্রথম দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে দেশ ব্যাপি প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বই উৎসব পালনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়। সরেজমিনে জানা যায়,বন্দর থানাধীন ঐতিহ্যবাহী ১নং ঢাকেশ্বরী মিলস্ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসসে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে সকাল ১০ ঘটিকায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন। কলেজ ও স্কুল শাখার অভিভাবক প্রতিনিধিদের সার্বিক সহযোগীতা ও উপস্থিতিতে এবং শিক্ষকবৃন্দের পূর্ব পরিকল্পনায় অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে একে একে আগত ছাত্র ছাত্রীরা নতুন বই বিতরন করা হয়। নতুন বই বিতরন উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার গভর্নিং বডির সভাপতি মোঃ মোজাম্মেল হক,মোফাজ্জল হোসেন জুনু, উচ্চ বিদ্যালয় শাখার অভিভাবক প্রতিনিধি হাজী আলী নুর,মোঃ সফিউদ্দিন সোহেল প্রধান,প্রাথমিক শাখার অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর আলম,সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি বিউটি বেগম। কলেজ ও বিদ্যালয় এর শিক্ষকবৃন্দের মধ্যে অধ্যক্ষ আনোয়ার হোসেন,সহঃ প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দীন,নুর মোহাম্মদ খানঁ (খোকা),শিক্ষক সমন্বয় পরিষদ বন্দর শাখার মহাসচিব মোঃ জহির উদ্দিন,সিনিয়র শিক্ষক রওশনারা বেগম, বাবু প্রাণ কৃষ্ণা,আব্দুল জলিল,মাহবুবুর রহমান সহ অনেকে। শুক্রবার প্রায় একই সময়ে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বই উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ও স্বতর্স্ফূত উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রধান শিক্ষক এড.কামাল হোসেনের সার্বিক উপস্থাপনায় ও পরিচালনা কমিটির সহযোগীতায় বই বিতরন উৎসবে এসময় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মোঃ কাইয়ূম,দাতা সদস্য আব্দুর রহিম প্রমুখ। শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী,নুরল ইসলাম, কামাল হোসেন(কম্পিউটার শিক্ষক),শফিকুল ইসলাম,সিরাজুল ইসলাম সহ অনেকে। এছাড়া বুনিয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে গেলে দেখা যায় বই উৎসব অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পালিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সীমা রানী সরকার,সিনিয়র শিক্ষক সখিনা বেগম,জাহিদ সরকার। এসএমসি পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সোবহান জানান, বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা দারুন আনন্দিত। যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌছে যাওয়ায় তিনি এর সাথে সংশি¬ষ্ট কর্তৃপক্ষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।