হেলমেট বিহীন বাইকটি চালানোই মুক্তারপুরে সড়ক দুর্ঘটনার শিকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অমি কাজী (২১) ও আজমল হোসেন শায়র (১৮) নামের দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলটি যে চালাচ্ছিলেন বা পেছনে যে বসা ছিলেন তাদের কারোরই ছিলো না হেলমেট। এমনকি দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটির লাইসেন্সও ছিলো না। দুর্ঘটনার সময় মোটরসাইকেলের গতি ছিলো বেপরোয়া। এসব তথ্য জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) বজলুর রহমান। তিনি বলেন, তাদের মধ্যে অসতর্কতা এবং ওভারটেক প্রবণতা ছিলো।

এর আগে গত ২০ই মে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মুক্তারপুর সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অমি কাজী (২১) ও আজমল হোসেন শায়র (১৮) নামের দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন, মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা এলাকার আসলাম কাজীর ছেলে অমি কাজী (২১) ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার আসলাম হোসেনের পুত্র শায়র (১৮)। তারা পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে মুক্তারপুর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কায় দুজনেই মারা যান।

এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে আনার পরে অপরজন মারা যান। নিহত দুইজন সম্পর্কে আপন খালাতো ভাই।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসছিলেন অমি ও শায়র। তারা মুক্তারপুর সেতুতে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের ফুটপাথ অংশের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই জন মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই শায়র নিহত হন। চালক অমিকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

add-content

আরও খবর

পঠিত