হেফাজত তান্ডবের ৩ মামলায় ছাত্রদল সভাপতি রনি কারাগারে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আদালত প্রতিনিধি ) : অবশেষে তিনটি মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২২ আগস্ট) বিকেলে তাকে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাকিল আহামদ এর আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই সময় রনির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন।

জানা গেছে, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের কাজে বাঁধা প্রদান, গাড়ি ভাঙচুর, সন্ত্রাসীমূলক কর্মকান্ড ও নাশকতার ঘটনায় রনির সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করে থানা পুলিশ। সহিংসতার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের দায়ের করা তিনটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের এএসআই মো. রোকনুজ্জামান।

এর আগে, শনিবার সন্ধ্যায় ঢাকা মগবাজার থেকে তাকে কয়েকজন সাদা পোশাকধারী নিয়ে যায় বলে স্বজনরা জানায়। পরে রাত ১১টায় ফতুল্লা মডেল থানায় নিয়ে আসলে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে নিশ্চিতও করেন অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান। এছাড়া গত ১৭ সেপ্টেম্বর একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় পরিবারের লোক জানিয়েছিল, মশিউর রহমান রনি গত ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় পারিবারিক কাজে ঢাকা যায়। পরে আর ফিরে আসেনি। তবে রাত সাড়ে ১০টায় অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা থেকে টেলিফোনে জানায় যে এইমাত্র একটি কালো মাইক্রোবাসে করে কয়েকজন সাদা পোষাকধারী নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল রনি।

প্রসঙ্গত, ওইসময় স্থানীয় সাংসদ (শামীম ওসমানের কত হ্যাডাম আছে) রনির এমন একটি বক্তব্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এটি প্রকাশিতও হয়েছে। যার অল্প কিছুদিন পরই সে গ্রেপ্তার হয়েছিল। এবারও একটি অনুষ্ঠানে (পুলিশের পোশাক খুলতে ওয়ান টু এর ব্যাপার) এমন একটি মন্তব্য নানা আলোচনা ও সমালোচনার ঝড় তোলে। আবার এরই কিছুদিন পর তাকে গ্রেপ্তার করা হলো।

add-content

আরও খবর

পঠিত