হুইপ হচ্ছেন আড়াইহাজারের এমপি বাবু

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু। সোমবার (২২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করছেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। সরকারি দলের হুইপ প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন এবং সমান বেতন-ভাতা পেয়ে থাকেন।

নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনে আওয়ামী লীগের টানা চতুর্থ বারের সংসদ সদস্য। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে টানা ৪ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় নেত্রীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন তিনি।

স্কুল পর্যায় থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বাবু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব পালন শেষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে তৎকালীন সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে অসংখ্য মামলায় দীর্ঘ নয় মাস কারাবাস করেছেন।

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ভয়াবহ ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নৃশংস গ্রেনেড হামলায় নেত্রী শেখ হাসিনার সাথে গুরুতর আহত হন। অপারেশন করে কয়েকটি স্প্লিন্টার বের করা সম্ভব হলেও অসংখ্য স্প্লিন্টার এখনো নিজ শরীরে বয়ে বেড়াচ্ছেন। এক-এগারোর সময়ে কারাবন্দি শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলনেও সক্রিয় ছিলেন এমপি বাবু।

add-content

আরও খবর

পঠিত