নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনারে হাতে খড়ি পর্ষদের আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫টায় জাহিদুল হক দিপুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হয়ে উপস্থিত ছিলেন, অধ্যাপক আবুল বাশার ও মঞ্জুর শ্রী দাস গুপ্ত। সভায় এই বছরে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে এই সংগঠনটির ” হাতে খড়ি ” বইটি প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠান আউডিয়াল স্কুল, বেইলী স্কুল, শিশূ একাডেমী সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় সনদ, আর্দশ লিপি, সিলেটসহ ইত্যাদি শিক্ষা সামগ্রী। দীনা তাজলীনের সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। আবৃত্তিতে ছিলেন বাবলী সংকর রয়, আরিফ বুলবুল, জিয়াউল ইসলাম, রনজিত বিশ্বাস। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হালিম আজাদ, রফিউর রাব্বি প্রমূখ।