নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলডিপির মেয়র প্রার্থী এবং দৈনিক বিজয় ও সাপ্তাহিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক হাজী কামাল প্রধাণকে দেখতে গেলেন দৈনিক বিজয় পত্রিকা পরিবারের সদস্যরা।
শুক্রবার দুপুরে পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর নেতৃত্বে হাজী কামাল প্রধানের জালকুঁড়িস্থ বাসভবনে গিয়ে তার খোঁজ-খবর নেন। সাক্ষাতকালে কামাল প্রধাণ পত্রিকার সকল সাংবাদিক,পাঠক গ্রাহক ও শুভানুধ্যায়ীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক,বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম নয়ন,স্টাফ রিপোর্টার মোঃ শরীফুল ইসলাম ও সার্কুলেশন ম্যানেজার মোঃ সাইদুর রহমান।